চাইনা রাজত্ব অর্থবিত্ত
চাইনা সমাজে স্থান,
তোমার চরণে ঠাঁই দিও মোরে
সেই আশীর্বাদ দিও দান।
তোমার পৃথিবী ভোগে আছি মেতে
আহারে তোমারী দেওয়া অন্ন,
শয়নে স্বপনে থাকি যেন তোমাতেই মগ্ন
স্বপ্ন প্রভু তোমার চরণ, পাই পরিপূর্ন।
আজি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে হই
বৃক্ষরাজীর শরণাপন্ন,
আকাশ-বাতাস ,চন্দ্র -সূর্য
সৃষ্টি করেছ বেঁচে থাকার জন্য।
এতো অবদান!
তুমি তো মহান
দিয়েছো মোদের কল্যাণে, জগতের অধিপতি,
সংসার ছলে
মায়ার কবলে
ডাকিনি তোমায় প্রভু, তবু করে দিও গতি।
পাপ গুলো মোর করে দিও ক্ষমা
রেখোনা প্রভু চিত্রগুপ্তে জমা
ওগো অধীশ্বর , প্রভু পরমেশ্বর।
এই দুঃখালয়ে দুঃখ যত পারো দাও
আমাকে তোমার দাস করে নাও
ওগো ঈশ্বর, প্রভু পরমেশ্বর।।