ওই দূর পাহাড়ের দেশে
আকাশ যেথায় পাহাড় চূড়ায়
যায় কেবলই মিশে।
সেথায় পাহাড় বেয়ে ঝর্না নামে,
উঁচু নিচু পথ,
মনটা নাচে পেখম তুলে
নীলগিরি পর্বত।
সবুজ ঘাসে আসন পেতে
দেখি , দুচোখ যত যায়,
প্রকৃতির অপার ডাকে মুগ্ধতা
যেনো , পড়েছে টান সুতায়।
এই অপরূপ পাহাড়ী বন নদী
জন্মভূমি বাংলায়,
জন্মেছি তাই ধন্য আমি
ভগবান তোমারই ইশারায়।
বার বার যেন ফিরে আসি প্রভু
তোমার নীলা দেখা একবারে হবে নাতো শেষ,
ভিক্ষা মাগি করুণা চাহি
বিজ্ঞানের অবদানে জয় হোক অচিনপুর
এই প্রকৃতির রূপ করো না নিঃশেষ।