আমারই ছায়ায় নাহি পেলে খুঁজে প্রিয় একটুকু সুখের স্মৃতি।
করিও না আশা থাকিও না আর রেখোনা মোরে পাশে,
আলোকিত রজনী বিষন্নতার ঘোরে নীদ যদি নাহি আসে,
দুঃস্বপ্ন ভেবে করে দাও ক্ষমা রেখোনা মনে প্রীতি ।।
দিয়েছি তোমায় অসহ্য বেদনা করেছি মনমন্দির ভাঙ্গার পাপ,
হৃদয়ের গভীরে কান পেতে শুনিনি মনের আকুতি অভিপ্রায়,
তবু দাওনি অভিশাপ করোনি অন্যায় বাড়াও নি হাত অন্য আশায়,
বিরহজ্বালায় জ্বলে পুড়ে ছাই তব হৃদয়ের প্রেম তবু নাহি অনুতাপ।।
আজি সব হারিয়ে তব দুয়ারে দাঁড়িয়ে রইনু প্রতীক্ষায়।
অভিমান প্রিয় ভুলে যাও ক্ষমা করো যদি থেকো না দাঁড়ায়ে,
দুহাত এবুক খুলে দিয়েছি হৃদয় কোণে ঠাঁই দিওগো আমারে,
এলোমেলো জীবনে তোমার সান্নিধ্য অনুসন্ধানের অভিপ্রায়।।
গৌধুলী বালুকায় কথা দিলাম তোমায় হাতে রেখে এই হাত
জীবন মরণের সাথী এইক্ষণে কভু আর দিবো না আঘাত।।