ঢাক বাজে, শঙ্খ বাজে
উলুর ধ্বনি মনটা নাচে
বছর ঘুরে আসছে এবার মা।
কালিবাড়ির প্রাঙ্গনেতে
মন্দিতে ঘন্টা বাজে
স্বপ্ন মোদের অপরাজিতা।
প্রথম বারের দুর্গাপূজায়
মনে অনেক শঙ্কা জাগে
করোনা মা এবার অভিমান,
মনের সব দ্বীনতা ফেলে
আসছি মাগো তোমার তরে
চলছে পুজোর মহা ধুমধাম।
ষষ্ঠী থেকে দশমীতে
চলবে মোদের জয়ের চাকা
চরণ ছাড়া করোনাকো
রেখনা আর একা।
ভয় দূর করে সামনে চলার
পথ কর মা তুমি,
ভক্ত সঙ্গ ভিজিয়ে অঙ্গ
কালিমাতার পূণ্য ভূমি।