নবরূপে বসুন্ধরা


বিষাদময় দিন শেষে
আসুক ফিরে নব রুপে ,
নব মহিমায়,
আমাদের এই বসুন্ধরা।
হাজার হাজার প্রানের আকুতি,
প্রভু দাও এবার মুক্তি,
পথ সহসায়,
আমাদের এই বসুন্ধরা।

বাড়ছে শত লাশের সারি
ছাত্র, শিশু, বৃদ্ধ, নারী
স্বজনের ক্রন্দন,
অপরূপ সুন্দর এই ধরা ।
কত হারাবো আত্মীয় স্বজন
চার দেওয়ালের বন্ধি জীবন
ব্যথিত হৃদয় স্পন্দন
আমাদের এই বসুন্ধরা।

কোভিড-১৯,করোনা রোগে
৭০০ কোটি মানুষ আজ বন্ধি ঘরে
হয় না মোদের হুঁশ,
মানুষের উৎকণ্ঠে ভরা।
ক্ষমা করো এবার প্রভু
যদিও ডাকিনা তোমায় কভু
অহংকারে বেহুঁশ
নব রূপে ফিরিয়ে দাও বসুন্ধরা।