নারী তুমি রমণী,
নারী তুমি জননী,
নারী তুমি গর্ভদায়িনী,
নারী তুমি এই দেহে রক্ত মাংস প্রদায়িনী।
নারী তুমি বোন
নারী তুমি কন্যা,
নারী তুমি মহামায়া
নারী তুমি প্রেমের বন্যা।
নারী তুমি প্রেমিকা
নারী তুমি কবিতা
নারী তুমি লক্ষ্মী
নারী তুমি স্ত্রী।
নারী তুমি শক্তির উৎস
নারী তুমি দেবী,
নারী তুমি প্রাণ
নারী তুমি আদ্য শক্তি! তোমায় পুঁজি।
নারী তুমি নয়তো বাজারের
সস্তা কোনো পণ্য,
এদেহে প্রানের সঞ্চার
শুধুই তোমার জন্য।
নারী তুমি করুনাময়ী, কৃপাময়ী
পুরুষ জাতির বিশ্বাস।
তোমায় পুঁজিব মোরা
যতদিন দেহে থাকে নিঃশ্বাস।