বিশ্ব জয়ে সুখ নাহি মিলে
সুখ_শান্তি পেলুম তোমায় প্রথম দেখে,
ছোট্ট দীপ আজি পূর্ণতা পেলো
মাগো , তোমায় ভালোবেসে ।
মায়ের কি রূপ তাহা এতদিন ভাবিতুম
কেমনি তাঁহার মুখখানা,
এইবারে মাগো কহিতে পারিগো
চাঁদের হাসি ও হারমানা ।
যেমনি দেখিতে অপরূপ তুমি
হৃদে জমানো আদর ,
তেমনি আশায় থাকিতাম ভবে
ধন্য আজি চক্ষু যুগল, কাটিলো দুঃখের চাঁদর ।
এমনি দিন আসিবে জীবনে
করিনি কভু আশা,
ছবির জন্যে ধন্যবাদ বাবা
দিবা, তোমার তরে ভালোবাসা ।
ভাই সহ মোরে করে দিও ক্ষমা
জনম দুখিনী মা,
ভগবান, মাকে বৈকুন্ঠে দিও স্হান
মোদের পুন্য নিয়া ।