এক যে ছিল মিষ্টি ভ্রমর
উড়ত বনে বনে,
এদিক ওদিক ঘুরে বেড়াতো
আনন্দেতে মনে।
ফুলের উপর বসে বসে
ফুলের মধু খায়,
ছোট্ট দুইটি পাখা মেলে
মন খুলে গান গায়।
পাড়ার সকল খোকাখুকু
তাঁহার খেলার সাথী,
খেলাধুলায় দিন যে কাটে
উৎসবেতে মাতি।
ফাগুন এলো ফুলের বনে
শীতল হাওয়া বয়,
নেচে গেয়ে হেলে খেলে
জীবনটা মধুময়।
বৈশাখী ঝড় এলো বনে
গাছপালা সব নুয়ে,
নিথর দেহ রইলো পড়ে
ভ্রমর, চিরতরে শুয়ে।