তোমার আমন্ত্রণ পেয়ে হৃদে
এলো খুশির বান,
ভালোবাসি তোমায় মাতা
গাই তোমার জয়গান।
কবিতা লিখার প্রয়াস করি
নইতো আমি কবি,
সন্তান ভেবে কদর কর!
তাই, তোমার পায়ে নমি।
অনেক দূরের পথ গো তোমার
কোলকাতার হাওড়ায়,
স্নেহের বাঁধনে বাঁধা পড়ে রই
জন্ম যদিও এপার বাংলায়।
ধন্য আমি তোমায় পেয়ে
এই যদি নিয়তির লেখা,
তোমার কোলে বিশ্রাম নেবো
কথা দিলাম-- হবেই মোদের দেখা।
প্রার্থনা মাঙ্গি সংঘ ছেড়ো না
শেষ বিদায়ের কালে,
এই বন্ধন যেন অটুট থাকে
ঠাঁই রেখো তোমার পদতলে।