আজি কোন খেলায় মেতেছে বিশ্ব
নেইকো প্রানের টান,
মরণ ব্যাধি জরাজীর্ণ দেহ
বইছে, রক্ত স্রোতের বাণ।
নিরাপদ নয় কারো বসত-বাড়ি
ভজন উপাসনালয়,
বোমার আঘাতে চিহ্ন দেহ
মানবিকতার পরাজয়।
নিরাপদ নয় বহুতল ভবন
আগুনে পোড়া লাশ,
উদ্ধার নয় সেলফি বাজিতে
মানুষের উচ্ছ্বাস।
নিরাপদ নয় নিরঞ্জন বাবুর
বাপ-দাদার মাটি ভিটে,
গায়ের জোরে করলো কুটির ছাড়া
চটকালো তার পিঠে।
নিরাপদ নয় নুসরাত, সেতু, মনিকা গোমেজ
শিশু-কিশোরী-যুবতী, মা-বোন সব নারী,
প্রতিদিন ধর্ষিত, লালার স্বীকার
এ যেন কলেরার মহামারী।
ঘুমন্ত আজ মানব জাতির বিবেক
জাগ্রত পশু-পাখি ,মানুষের মিত্র,
বলতে আজি দ্বিধা নেই
কোনো বাঁধনে বাঁধা নেই
মানুষই মানুষের বড় শত্রু।