মানবতা আজ ঘুমের ঘোরের স্বপ্ন
ঘরে বাহিরে, পথে ঘাটে বিদ্বেষ,
মানুষ মানুষেকে করছে নিঃশেষ
রাজপথ রক্তে ভেজা, লজ্জিত এই দেশ।
স্বজাতির মাংস খায় না পশুপাখি
দিতে চায় না একটু কষ্ট,
মানুষের মাংস মানুষ ছিঁড়ে খায়
স্বার্থে করে পথ ভ্রষ্ট ।
জনসংখ্যা আজ মহামারী রূপি
কারো প্রতি কারো ভালোবাসা নেই,
ধর্ষণ লুটপাট সামান্য কথাতেই চলে
প্রাণ নিয়ে নেয় চুরির আঘাতেই।
নিরাপদ নয় কারো স্ত্রী পুত্ৰ কন্যা
নিরাপদ নয় কারো বাবা মা,
চোখের সামনে রেখে,চাপাতির আঘাত করে
আলোর মাঝে হঠাৎ রক্তের বন্যা।
ঘর থেকে বের হয়ে, ঘরে যে ফিরবে শেষে
জীবরের নেই নিরাপত্তা নেই,
সড়ক দুর্ঘটনা, আছে শত পাতি নেতা
নিজেকে জাহিল করার দৌঁড়তে।
ভালোবাসায় মানবতা,
ভালোবাসাই শিখতে হবে,
হিংসার মহামারী রুখতে হবে,
জাতির বিবেকটাকে খুলতেই হবে
তাতেই শান্তি তাতেই সুখ
সব নারীতেই পাবো আপন মায়ের মুখ।
বন্ধ হবে হানাহানি
শেষ হবে মারামারি
এসো প্রাণ ভরে নিঃশ্বাস নি
আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি।