যদি মোবাইল না থাকিত
তবে কি হইতো
কেমনে কাটিত বেলা।
লক ডাউনে ! ঘরে বসে বসে
মাথায়, ঘুরিত কুকর্মের খেলা।
নিজের গন্ডিসীমা ,
পার হয়ে যেতো
করিত করোনা আঘাত।
শুভা শুভ আলাপ
পাগলের প্রলাপ
করিত কাজে ব্যঘাত।।
নিজের সুপ্ত প্রতিভা
করেছে সবে বিকাশ
মোবাইল নেটের পদ ধরে,
মোবাইলে যদি
নেট না থাকিত
যাইত বুঝি অনেকে মরে!
লক ডাউনকে
সফল করিতে
মোবাইলের অবদান শীর্ষে,
লাইভ, গান কবিতায়
মুগ্ধ ফলোয়ার
রুমে নয় সারা বিশ্বে।
সবার অবদান!
করোনার কালে
সহানুভূতি ও দানে,
নতুন বাজেটের সাথে
নেটের দাম বাড়ালো
নিইনি আমরা তা কানে।