আমি ভাঙা কপাল লইয়া আইলাম
এই ভব সংসারে
তুমি কৃপা করে দয়া কর,দয়াল
দেখা দাও আমারে।
শৈশব গেল ভেদবিচারে
এদিক ওদিক যাইয়া
দিন কাটিলো ঘরে বাইরে
যে যা দিছে খাইয়া
এই পৃথিবীর এতো আলো , তবু
কেন আমি আঁধারে-------
সব শিশুর কৈশোর কাটে
খেলাধুলায় মেতে,
অপলক চোখে চেয়ে থাকতাম
একটু ভালোবাসা পেতে।
ভালোবাসার কি যে শক্তি ,
বুঝলাম প্রতিটি আঘাতে-------
যৌবন এলো জীবন জুড়ে
হলো প্রিয়তমার মিলন,
কুছায়া কেবলি ওত পেতে আছে
বদলালো সবই, বদলালোনা তাঁদের মন
এমন দুঃখের ভেলায় ভাসতে ভাসতে
কবে উঠবো নদীর কিনারে.....
ফটো সাংবাদিক পার্থ চক্রবর্তী