দুর্যোগ কালীন দাও দান,
সোঁপেছি তব মম প্রাণ,
তুমিতো ঈশ্বর,
এই ধরণী তব,
মোরা সন্তানসম,
ক্ষমা করো অধীশ্বর ।
এই যে ক্লান্তি কাল,
জরাজীর্ণ প্রতিটি সকাল,
দাও প্রভু নিস্তার।
স্বজন হারানোর ভয়,
মহাব্যাধিতে মানবের পরাজয়,
করহ প্রভু উদ্ধার।
প্রতিদিন হাজারো মৃত্যুর মিছিল,
লাশের গন্ধে গগনে শকুন চিল,
নেইকো মোদের মানবতা।
টনে টনে চাল চুরি,
নেতাদের বাড়ছে ভুঁড়ি,
মহামারিতেও নেই কোনো সততা।
চিকিৎসাকর্মী যেন ঈশ্বরসম,
কোটি কোটি প্রণাম লও হে মম,
কিছু চিকিৎসক কেন চোরের মতো?
প্রশাসন কর্মীর আজি নেইকো বিশ্রাম,
গ্রীষ্মের তপ্ত রোদে ঝরছে তিক্ত ঘাম
মানুষের স্বভাব কেন বালক সম?
সরকার কর্তৃক প্রদত্ত প্রেষণা,
বিজ্ঞানীদের নিদ্রাহীন গবেষণা,
সফল করে দাও গো প্রভু।
আমরা নরাধম অকৃতজ্ঞ জাতি
তোমায় ভুলে ভোগবিলাসে মাতি
মহামারি দূর করে প্রশান্তি দাওগো প্রভু।