শুধু বিষয় ভোগেতে
রইনু মজিয়া
নেই তো ধর্মে লেশ,
মুখে কয়না কৃষ্ণ নাম
জপি না মুধুমাখা হরিনাম
করি, মানুষে মানুষে বিদ্বেষ।।
পিতামাতা মোরে শিক্ষা দিলো
দীক্ষা দিলো গুরুদেব,
বৈষ্ণব প্রভু জ্ঞান দিলো তবু
মতি হইলনা সবিশেষ।
কেন শ্রীকৃষ্ণের প্রীতি , ভিজলোনা আঁখি।
তব প্রেমে নেই অনিমেষ।
আজি সব হারিয়ে তব দ্বারে
ভক্তিশুন্য হৃদে মাথা ঠুকি,
তুমি তো দয়াল কৃপাওবলোকন কর
এই নরাধম দিপু বড়ই দুঃখী।
তব গুনগান গীতি, পাই চরণে স্থিতি
দেখা দিও প্রভু ত্যাগ করবো যবে শেষ নিঃশেষ।