দুরো, কিচ্ছু ভালো লাগছেনা
কিছুতেই মন টানছে না,
জীবন কেন ঝরাপাতা ?
সোজা পথে চলছে না ।
সন্ধ্যা থেকেই বসে আছি
কাজে মন বসছে না,
দোকানে গিয়ে বসবো নাকি
খেতে ভালো লাগছে না।
আড্ডাবাজি সঙ্গী সনে
তাতেও শরীর যাচ্ছে না,
বন্ধু স্বজন ব্যস্ত এখন
সময় পাওয়া যাচ্ছে না।
কন্যা আমার রাজকুমারী
বাসায় পাওয়া যাচ্ছে না,
মায়ের পড়ায় মামার বাড়ি
পরীক্ষাটা যাচ্ছে না।
কবিতা লিখবো? মন ভালো নেই!
মোবাইল টাও কাজ করছে না,
আম লিখলে কাম হয়ে যায়
দূর ছাতা ছন্দ আসছে না।
যাবো ভাবছি কালীবাড়ি
সাইফ টাও আসছে না,
দেবু গেছে টিউশানিতে
আমার সময় কাটছে না।
কল দিয়েছি স্ত্রীকে আমার
তিনিও কল ধরছে না,
এসএমএস দিয়ে জানিয়ে দিলো
জপমালায় ব্যস্ত, ফোন ধরা যাচ্ছে না।
সুতপা আন্টি জানিয়ে দিলো
অনলাইন তোকে ছাড়ছে না,
ছেলের মতো আদর করলো কিন্তু
মনটা ভালো হচ্ছে না।
শিক্ষার্থীরা বাসায় নেই তাই
পড়ানো টা আজ হচ্ছে না,
তাই বলে কি সবাই ব্যস্ত
আমায় সময় দিচ্ছে না?