ক্ষুদার জ্বালার আর্তনাদে
কাঁদে সকল প্রাণী,
ক্ষুদার জ্বালায় হয় যে বেহুশ
শিশু নর নারী।
ক্ষুদার জ্বালায় পথ শিশু
করে হঠাৎ চুরি,
ধনীর দুলাল চায় না খেতে
তাই, করে ছল চাতুরী।
একটু খাবার খাবে বলে
কাঁধে ভিক্ষার ঝুলি,
ষাটোর্ধ বৃদ্ধ প্যাডেল ঘোরায়
মানবতা কারে বলি।
দেহ বিক্রি করে দিয়েও
করে খাবার খোঁজ,
কলমের খোঁচায় ঘুষের টাকায়
কেউ, করে ভুঁড়ি ভোজ।
ডাস্টবিনের ওই ময়লা খাবার
কেউ আনন্দে খায়,
ফটোগ্রাফিতে ব্যস্ত সবাই
কেউ ফিরে না চায়।
কঠোর পরিশ্রম করে যায় কেউ
খাবে বলে ডাল ভাত,
খাবারের খোঁজে দিন কেটে যায়
খোলা আকাশে কাটে রাত।
মানবতার কথা মুখে বলে যাই
কাজে নেই তার কিছু,
গরিব দেখলে পাশ কেটে যাই
ছুটি ধনীর পিছু।
ক্ষুদার জ্বালায় করে কেউ যদি
সামান্য পরিমাণ ভুল,
জীবন দিয়ে হলেও শুধরাতে হয়
দিতে হয় তার মাশুল।
হাত পেতে নেয় যে দুটি টাকা
লাঠি পেটা করে মারে,
ঘুষ দুর্নীতিবাজ কদর পায় সমাজে
পুষ্প পুষ্পে বরণ করি তারে।
কবে ভাঙবে এই জাতির ভুল
ক্ষুদার জ্বালা সবার একই,
খাদ্যের যোগান হবে প্রথম অঙ্গীকার
হোক না সস্তা দামি।