বিশিষ্ট কবি , সম্পাদক , চিত্রশিল্পী শ
হতাম যদি পাখপাখালী
উড়তাম আকাশ পানে,
এখানে সেখানে উড়ে যেতাম
শান্তি পেতাম মনে।
হতাম যদি প্রজাপতি
স্বপ্ন রঙ্গিন পাখা,
ফুলের বনে মধু খেতাম
করতো না কেউ মানা।
হতাম যদি আকাশের নীল
থাকতাম বহু দূরে,
প্রাণিকুল দেখতো আমায়
কৌতূহলের তরে।
হতাম যদি পাহাড়ের চূড়া
সবুজ ঘেরা বনে,
পর্যটনে আসতো মানুষ
পুলকিত মনে।
হতাম যদি বিড়াল ছানা
পোষতো কারো ঘরে,
আদর করে খাবার দিতো
রাখতো বুকে ধরে।
কিন্তু আমি প্রাণীকুলের সেরা
মনুষ্যত্ব হীন মানুষ,
অহংকার, ক্ষমতার দাপট দেখাই
নেই জ্ঞান আর হুস।