যদি আবার জন্ম নি আমি ধরিত্রী মাঝে
মেঘ হতে চাই বিধি তোমারী কাছে
তপ্ত রোদে ছায়া দেবো
বৃষ্টির পরশ দেবো
যেখানে থাকো দেখবো আমি দুচোখ ভরে।।
যদি রাত হয়ে জন্ম দাও ধরিত্রী মাঝে
আঁধারের ভয় টুকু নিও কেড়ে,
রাতের কালোয় ভয়ে থাকে আমার প্রিয়া
সোনালী স্বপন জুড়ে থাকবো চোখের ইশারায়
জনম বিলিয়ে দিবো তাঁহার তরে।।
যদি ঢেউ হয়ে ফিরে আসি দোলাবো ভেলায়
সুর হয়ে দিবো পাড়ি গানেরই খেয়ায়
বায়ু হয়ে জন্ম নিলে পরশ দেবো গায়
মাটি হয়ে ফিরে রাখবো চরণ কোমলতায়।
সব সুখ তোমারী হোক ধরণী পরে।
এই জনমের ভুল রেখো না বুকে জমা
যত দূর পারো প্রিয় করে দিও ক্ষমা,
তোমারী সামনে আর হবে না মাথা উঁচু
এই কলঙ্কের গ্লানি প্রিয় থাকবে পিছু পিছু
আজ দুচোখে অশ্রুধারা গড়িয়ে পড়ে।
যদি আবার জন্ম হয় আলো হয়ে
পড়বো তোমার মুখে এসে
তোমাকেই যাবো প্রিয় ভালোবেসে।।
যদি আবার জন্ম হয় তুলো হয়ে
থাকবো তোমার হৃদয়ের মাঝে
তোমাকেই যাবো প্রিয় ভালোবেসে।
তোমাকেই যাবো ওগো ভাললোবেসে।।