দম পুরালে জীবের খেলা
এক্কেবারে শেষ,
কিসের বড়াই, কিসের লড়াই
ভালোবাসার রেশ।
রাত পোহালে হিংসে শুরু
ঘুরে কলের চাকা ,
বৈধ বা অবৈধ পথে
আসুক শুধু টাকা।
টাকার খোঁজে জলাঞ্জলি
আপন আত্মসম্মান,
রক্তের বাঁধন ও ছিন্ন করে,
হারায় হিতাহিত জ্ঞান।
ভাইয়ে ভাইয়ে খুনখারাপি
করে সম্পত্তি লুট,
গায়ের জোরে পাতি নেতা
সঙ সেজে অদ্ভুত।
রাস্তাঘাটে শ্লীলতাহানি
চোর ডাকাতের ভয়,
আপন নীড়েওনিরাপত্তা হীন
জীবনের সংশয়।
পরের জায়গা দখল করে
করছে শপিং মল,
আসল মালিক মালিক ভিক্ষা করে
ফেলে চোখের জল।
গায়ের জোরে করছো যারা
মানুষ নির্যাতন,
একটু ভাবো! তোমার মতো
আছে তার ও মন।
তোমার আছে অট্টালিকা
স্ত্রী সন্তানের ভালোবাসা,
কুঁড়েঘরে থেকে বাঁচার আকুতি
দেখে, স্বপ্ন সাধ আর আশা।
মিছেমিছি পাপের বোঝা
ভারী করছো যারা,
আখিরাতের বিচার দিনে
ছাড় পাবেনা তারা।
দীপক কয়! মৃত্যুর ভয়
একটু ভেবে দেখো,
গাড়ি বাড়ি টাকা পয়সা
নিতে পারবে কি কেউ।
তাই!
আর করো না বাহাদুরি
হয়োনা অন্যায়ের কাছে বন্ধি,
মানুষ হিসেবে মানুষকে ভালোবাসো
করো ভালোবাসার সাথে সন্ধি।