বসে আছি স্টেশন
ট্রেন আসে যায়,
একলা বসে ভাবি আমি
আনমনে নিরালায়।
যাত্রী উঠে যাত্রী নামে
ট্রেন চলে যায়,
নির্ধারিত সময় শেষে
জংশনে থেমে যায়।
ভাবি বসে আমি অবশেষে
জীবনের হিসেব বুঝা দায়,
সময় পুরালে পরান পাখি
শুন্যে উড়ে যায়।
আসা যাওয়ার এই রীতিতে
থাকে কর্মফল,
ভালো কাজে অমর তুমি
খারাপে নালার জল।
জীবে প্রেমই সর্বসিদ্ধি
প্রেমই জীবনের জন্যে,
স্বর্গ নরক মাটির উপরে
হোক পাপ আর পুণ্যে।
রচনা কাল : খিলা রেল স্টিশন, লাকসাম
সময়: ১৯/০৫/২০১৯ ০৫:৫০-- ০৬:১০