আছি এখন যাত্রা পথে
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে
লাগছে একটু ভয়!
রকেট গতিতে গাড়ি চলছে
দুই পাশের বাড়িঘর উড়ছে
কখন কি যে হয় !

ঠাকুর দেবতা সঙ্গে থাকো
ভয় ভীতি একটু দূরে রাখো
এইতো মনের আশ,
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
রাই যে আমার প্রাণের ধন
ভালোবাসি বারো মাস।

ও ড্রাইভার, সুপারভাইজার
একটা কথা শোন,
সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি
মনে রাখিস এইক্ষণ।

#যাত্রা_হোক_নিরাপদ