মা,
তুমি আমার আগে কেন গেলে মরে
এতো কষ্ট জ্বালা দুঃখ কেন?
এই ধরণীর পরে!

সন্তানের ক্ষুদা লাগে যখন
দৌড়ে এসে মায়ের কোলে বসে,
আদর স্নেহ ভালোবাসা দিয়ে
দুমুঠো ভাত তুলে দেয় মা মুখে!
আমি তেমন আদর ,(মা_ মা গো মা)
আমি তেমন আদর পাইনি গো মা
                       আপন কোনো ঘরে।।

বন্ধু যখন অভিমানে থাকে
মা , মমতায় বুকে জড়িয়ে রাখে,
চোখের জল মুছে দিয়ে মা যে
ঘুম পাড়ায় মা গল্প, গান শুনিয়ে
আমি তেমন গল্প ,(মা_ মা গো মা)
তেমন গানতো গায়নি কেউ  মা
                      এই জীবনের তরে।।

আর হবে না মধুর এ মিলন
আমি যে মায়ের, সাত রাজারই ধন,
গভীর রাতে ঘুমের ঘোরে জেগে
মা মা বলে যাই একেলা কেঁদে
কেউ বলে না ,(মা_ মা গো মা)
কেউ বুঝে না এই হৃদয়ের ব্যথা
                     রজনী নয় প্রভাতে।।
,