গাড়ী বাড়ি অর্থ যদি
না থাকে তোর মনা,
সারাজীবন শুনবি খোটা
ভালোবাসবে কোন জনা ?
আত্মীয় ভাই বন্ধু স্বজন
কেউ যে পাশে নাই,
গভীর প্রেম ভালোবাসা
তাহার নেই যে কোনো ঠাঁই।
থাকলে টাকা থাকে সাহস
থাকে অধিকার,
আপনি সুখী আপনি রাজা
আর সব কোন ছার।
টাকার অভাব ঘুছতে গিয়ে
হারাবিরে হুস,
কালো হাতে খুঁজবি টাকা
এই যে মামা ঘুষ।
পুড়ে মরবি জেল খাটবি
নেই কোনো উপায়,
একা একা জ্বলবি কষে
করবি হায় হায়।
জগতে যদি মানি হতে চাও
অর্থ করো দান,
কালো সাদা হোক না কেন
আপনার বাড়বে সম্মান।