গুরুজী তোমায় প্রনাম
বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তোমার অবদান
গুরুজী তোমায় প্রনাম।
তুমি দিয়েছো সবই
অন্ধকার পেরিয়ে পেয়েছি আলোর সন্ধান
তুমি দিয়েছো মান
তিনটি দেশের গান, এখন জাতীয় সম্মান।
তুমি সত্যের বাহক, নিষ্ঠার ছবি
পৃথিবী খ্যাত ,তুমি বিশ্বকবি,
তুমি শিক্ষাবিদ , তুমি মহা জ্ঞানী
তুমি গবেষক, তুমি ঋষিমণি,
তুমি ছড়াকার, শিশুতোষ রবি
তুমি গল্পকার, ক্যানভাসে আঁকা ছবি
যারা ভালোবাসে বাংলা,
গল্প কবিতা গান
বিনম্র শ্রদ্ধা জানান সবে,
করিয়া তোমায় মান ।
তোমায় নিয়ে পৃথিবীর মানুষ
উল্লাসে থাকে মাতি,
তোমার গৌরবে আমরাও গর্বিত
আমরাও যে বাংগালী।
রচনার সময় ১৩:০০
তারিখ: ৭ আগস্ট, ২০১৯
রচনার স্থান : রফিকপুর এক নং সপ্রাবি