গুরুদেব মহারাজ!
মনুষ্য জনম সফল করিতে
মিটাও মনের আশ।
তুমি কৃপা কর সাধের জনম
প্রেম ভক্তি কর দান;
দুর্লভ মানব ধরিয়া তব চরণ
সফল হবে এই মহাকাল।
জীবের নিস্তার লাগি গুরু রূপ ধরি
মায়ার সংসারে প্রকাশিত;
অজ্ঞানতা দূর করে কৃষ্ণ প্রীতি দাও মনে
মরণে যেন না হই ভীত।
তব মহিমায় অন্ধকার সরে যায়
ব্রজভূমে ভক্তের বাস;
তব বন্ধনায় সত্য প্রকাশে সদায়
গুরু বাক্যে করি বিশ্বাস।
তোমাকে মনুষ্য যেন না ভাবি কখনো
গুরু নিন্দা না হয় শ্রবণ।
নিন্দুকের মুখ প্রভু দেখিবনা কভু
কর্ণে যেন হয় কৃষ্ণ নাম শ্রবণ।
কৃপা বর্ষণ কর আমি অধম পতিত
কৃষ্ণ নামে যেন হয় এই দেহের ইতি;
তোমার পাদপদ্ম নিত্য করি যেন বন্ধন
তৃনসম দাস দীপের এই গীতি।