পানতা ইলিশ পাইনা মোরা
তবু , মনে জাগে এই সাধ,
তোমাদের ফেলে যাওয়া খাবার খেয়েই কাটে
আমাদের পহেলা বৈশাখ ।
একটি পোশাক পাইনি কোথাও
ঢাকতে মোদের লাজ,
বাংলার সব উৎসবে সাজো
বাহারী রংঙের সাজ ।
তোমাদের আছে অনেক টাকা
অট্টালিকা গাড়ী ,
পথের ধারেই রাত্রি যাপন
ফুতপাতই মোদের বাড়ী ।
এই বৈশাখে মেলায় গিয়ে
করছো নানান ঢং,
দুচোখে অশ্রু ধারায়
করছে টলমল ।
নেতা সাজো বক্তৃতাতে
কে বুঝে কার মন,
অনাহারেই বৈশাখ কাটায়
তারা যে আমার আপনজন ।