আগের সময়টা যদি আবার ফিরে আসতো,
সে যদি আগের মতো হাসতো।
লুকোচুরি খেলার ছলে আবার যদি বলতো,
নীরব ব্যথা ভুলে তাকেই আবার মন ভালোবাসতো।
আজ বিরহ ব্যথা শুধু আমাকে কাঁদায়
মনে পড়ে যায় শেষ গাওয়া গীতি,
চাঁদনী রাতের সেই আলোর খেলা
স্মৃতি হয়ে জেগে উঠে প্রেম প্রীতি।
যদি সব ভুলে একই পথে আবারও চলতো।
কি ভুল ছিলো তুমি বলোনা
ঝরা পাতা ভেবে আমাকে রেখোনা.....
আজি তুমিও তো নেই প্রিয় সুখে
বিরহ ব্যথা নিহিত বুক,
শান্তি পাবে অবশেষে
দেখলে আপন সেই মুখ।
স্বপ্ন ভুলে আবার যদি ঘর বাঁধতো।
করিডোরে বসে আছো হৃদে ব্যাকুলতা
বিষণ্ন রাতের কালোয় নেই হাসির রেখা......
পুরোনো স্মৃতি মনে রেখোনা
চোখেতে দেখোনা কোনো ভুল,
নতুন করে একসাথে মিশে যাই
কাঁটা নয় ভালোবাসার ফুল।
কথা দিলাম চিরদিনই তোমারী থাকবো।