একুশ মানে, রক্ত ঝরা
ভাষার জন্য প্রাণ।
একুশ মানে, রাজপথে দেওয়া
মুহুমুহু স্লোগান।
একুশ মানে, মায়ের ভাষার
সুরেলা কন্ঠে গান।
একুশ মানে, রফিক সফিক
স্মৃতিতে অম্লান।
একুশ মানে, অ আ ই
প্রথম শেখা বুলি।
একুশ মানে, চিত্র শিল্পীর
হাতের পরশ তুলি।
একুশ মানে, ছিনিয়ে আনা
বাংলা ভাষার মান।
একুশ মানে, শহীদের রক্তে
রাজ পথ হলো লাল।
একুশ মানে, রক্তস্রোতে শায়িত হওয়া
বিদ্রোহী পুরুষ নারী।
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি।।