যে ভাষায় কথা বলি,
যে ভাষায় কবিতা লিখি,
যে ভাষায় গাহি গান।
সেই ভাষায় রক্ত সঞ্চালিত,
আজ বুক ফুলিয়ে চলি, স্বাধীন ভাবে বলি
চিৎকার করে ডাকি "মা"
তোমাদের নাম রয়ে যাবে অম্লান।
সহজ এতটা ছিলোনা পথ
উর্দু হবে রাষ্ট্র ভাষা পাকিস্থানের মত
রাজপথের গুলিতে সবই সর্বনাশা।
বাঙালি জানে কিভাবে কেড়ে নিতে হয় জয়,
রফিক_শফিক তোমাদের নাম রয়ে যাবে অক্ষয়
পৃথিবী আজ স্মরণ করে গর্বিত বাংলা ভাষা।