বাবা বলতো...
খেলা বাদ দে, সোনা আমার
মনোযোগ দিয়ে পড়ো,
জ্ঞানে গুনে নাম কামাবি
হবি যখন বড়।
আমি ভাবতাম....
পড়ালেখা ভাল্লাগেনা
এক ঘেঁয়েমির ঘর,
আড্ডাবাজি খেলাই জীবন
যেনো স্বপ্নপুরীর চর!
বাবা দেখাতো....
কৃষক মাঠে কাজ করছে দেখ
ঘামে ভেজা তাঁর দেহ,
অন্ন তুলে দেয় আমাদের
কিন্তু, খোঁজ রাখে না কেহ।
কামার, কুমোর, জেলে, তাঁতী
করে কঠোর পরিশ্রম,
মোটা ভাত, মোটা কাপড় পরে
কিন্তু, ফেলতে পারে না দম।
আমি থাকতাম প্রতীক্ষায়....
বাবা যখন আপন কর্মে
বাহিরে যেতো চলে,
মুক্ত স্বাধীন, আনন্দে রঙিন
মনটা যেতো ভরে।
আর আমি....
দুষ্টামিতে পাকনা বুড়ো
পড়ালেখায় কিছুটা ভালো,
শাসন , স্নেহ, ভালোবাসায়
ছাত্রজীবন কেটে গেলো।
এখন ভাবি....
বাবার কথা শুনতাম যদি
বুঝতাম শাসনের অর্থ,
আরো ভালো মানুষ হতাম
চাকুরী অর্থ বিত্ত।
যা পেয়েছি আমি খুশি,তুষ্ট পিতা
চাইনা তাঁহার ধন,
কোটি টাকার চেয়েও দামি
বাবার হৃদয় ভুবন।
বাবা বলতো....
"মনের নাম মহাশয়
যাহা করবে তাহাই হয়;"
ছোট্ট কথার ভাবার্থ, তখন বুঝিনি
এখন কিন্তু বুঝি,
হেলায় হারানো শৈশবটাকে
এখন আমি খুঁজি।
যারা ভাবছো এখন .....
সবার উপরে খবরদারি চলে
মনের উপর নয়;
ভালো মন্দ কাজ করিনা কেন
মন যা চায় তাই করতে হয়।
তাদের বলছি.....
নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে
শোন, সকল শিক্ষার্থী ও স্বজন,
মানুষ হতে হলে পড়ালেখাই শ্রেষ্ঠ
পড়ো দিয়ে তোমার মন।