এখনো আকাশে উঠে চাঁদ,
পাখিরা গায় সেই গান।
আকাশে তারাদের মিতালি,
তবু কেন কাঁদে এই প্রাণ।
নেই গানে সুর লয় তান।।
এখনো বাতাসে আসে বকুলের ঘ্রান
ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে সারা গা
ব্যাকুলতায় ভরে যায় প্রাণ।।
এখনো ঘুমের ঘোরে স্বপ্ন আঁকি
ভালোবাসি বলে প্রিয় তোমায় ডাকি
লজ্জায় লুকানো ভরা সেই অভিমান।
তবু কেন কাঁদে এই প্রাণ।
নেই গানে সুর লয় তান।।
হঠাৎ কি ঝড় এসে কেড়ে নিল আশা
আমায় ছেড়ে কেন সরে গেলে দূরে
দুরাশায় নিভে গেল সব ভালোবাসা।
কি ছিলো ভুল তার পাইনি উত্তর
সময় কাটাবে তাই করেছো অভিনয়?
নতুন সাথীকে নিয়ে বেঁধে নিলে ঘর।।
তবু কেন কাঁদে এই প্রাণ।
নেই গানে সুর লয় তান।।