হৃদয়ের একূল ওকূল দু'কূল ভেসে যায়
জন্মদিনে বিনম্র শ্রদ্ধা গুরুজী,
চরণে ঠাঁই দিও গো আমায়।
আমার বেলা যে যায় সাঁজ বেলাতে
তোমার সুরে সুরে সুর মিলাতে,
নেই তো এখন সুর মিলানো
সস্তা প্রেমের অন্তরালে
হচ্ছে শুধু দেহ বিলানো।
চরণ ধরিতে দিও গো আমারে
নিও না নিও না সরায়ে,
শ্রদ্ধা ভক্তি ভালোবাসা
পাবো আজি কোথায় বল,
ইফটিজিং আর যৌনতাতে
ঘটায় শুধু দেহের বল।
ভালোবেসে সখি নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
এমন ভালোবাসা নিঃশেষ আজি
লোভ লালসা ধনের কাছে,
গাড়ি দাও, বাড়ি দাও, শপিং করবো টাকা দাও
আছি প্রিয় তোমারই পাশে!
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়...
না গুরুজী,
সেই দিন আর নেই তো এখন,
আধুনিকতার সভ্য জালে
মানুষরূপী পশু এ মন।
আমার মন মানে না
দিন রজনী.....
এই বিরহ জমে না মনে,
মোবাইল চ্যাটিং ভিডিও কল এ
পাপী এ মন ভরে।
ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি
কে আমারে.......
এমন ভাবুক প্রেম গুরুজী
নেই যে কোথায় এখন,
পিতামাতার ভালোবাসা ভুলে
তোমার সাথে যাবো চলে
বলবে তুমি যখন।
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ
সত্য সুন্দরম....
সত্য গুরুজী চাপা থাকে
দৈব প্রভাবে কারো হাতে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে
একলা চলরে
হ্যাঁ গুরুজী,
কোটি কোটি মানুষের ধরায়
অসহায় মানব জাতি এক নীড়ে,
লোভ লালসায় কাতর হয়ে
একলাই চলতে হয়।
পরিশেষে করি তোমার মতো মিনতি .....
বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল--
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান ॥
বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ--
পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান ॥
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা--
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান ॥
বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন--
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান ॥