সৃষ্টিতে যা লয় না জোড়া
কিভাবে লইবে পরে,
আমারও কপাল ভাঙা জন্মেই
এই ধরণীর তরে।
একবার যা ভেঙে টুকরো হয়
সময়ে তা পরমাণু,
ভাগ্যের চাকা সচল রাখতে
কমে আসছে পরোমায়ু।
অনেক করেছি সুখেরই সন্ধান
বিধি ফিরে না চায়,
আপন দোষেও দোষী আমি
কার কিবা এসে যায়।
অবহেলায় মন কেঁদে সারা
ঝরে পড়ে চোখের জল,
অন্যের ব্যথায় ও ব্যথিত নয় আমি
পাপের পাপিষ্ঠ ফল।
অর্থের মাঝেও সুখ নিহিত রয়
নয় রূপকথার গল্প,
চৌত্রিশের ঘর পার হয়ে গেছি
বুঝি বাস্তবতার মর্ম।
নিজে পাইনি ভালোবাসার বাঁধন
তাই কি আপনাকেও কাঁদিয়ে যাই?
নিজেকেই ক্ষমা করবো না কভু
যদি,এমন প্রশ্নের মুখোমুখি দাঁড়াই!
দোষে গুনেই মানুষ সৃষ্টি
আমি তার উর্ধ্বে নই,
সুখের আশা আর করি না
রাধাকৃষ্ণের চরণে পড়ে রই।
যা বোঝার আমি বুঝে গেছি প্ৰিয়
এখানে সবাই সবার পর,
পৃথিবীটা দুঃখের রঙ্গ মঞ্চ
শুধু , দুইদিনের খেলাঘর।