মোর হৃদয়ের সব ক্রোধ ছিন্ন করে
তোমার দ্বারে ভিক্ষা মাগি প্রভু,
দাও নিঠুর দেহে ভক্তি, তুমি পৃথিবীর সকল শক্তি
শেষ নিঃশ্বাস ত্যাগেও তোমায় না ভুলি যেন কভু।
আমিতো পাপী , করি অনাচার
জানি নে সেবন , জানি না পূজন
কি করে বল করিবো ভজন।
আমি জানি না তন্ত্র, না জানি মন্ত্র
নেইতো সাধ্য , সবি আরাধ্য
কি করে হবে সাধের সাধন।
মেঘে মেঘে বেলা হয়ে এলো শেষ,
অনুতপ্ত হৃদয়ের ভক্তি নিঃশেষ,
আমি মেতেছি রঙে, স্বজাতির সঙ্গে
করেছি মানুষে মানুষেরই বিদ্বেষ।
আমি কামনায় পূর্ন, লোভে পরিপূর্ণ
পুণ্যের খাতা , পড়ে আছে শুন্য,
শেষ বয়সের পালা, ত্রিতাপের জ্বালা
কপালের লিখা ছিলো আমারই জন্য।
আজি এসেছে বোধ শক্তি,
কিভাবে পাবো বলো মুক্তি,
সব পাপের প্রায়োচিত্ত স্বীকার করি ,
ক্ষমা করো প্রভু
মানুষকে ভালোবাসাই শ্রেষ্ঠ ধর্ম,
ষাটের কোঠায় এসে বুঝেছি মর্ম,
করজোড়ে তাই তোমারেই স্মরি
ক্ষমা কর প্রভু।
ক্ষমা কর প্রভু।।