শুভ লগ্নের শুভক্ষণে এসেছিলে ভবে
সফলতার পরতে পরতে তোমার অস্তিত্ব  খুঁজে পাই,
আজি তোমার জন্মদিন, হাজারো ফুলের সুবাসে জড়ানো ভালোবাসা
শুভ কামনা তোমাকে জানাই।

ভালোবাসাই প্রধান শক্তি তোমার
জয় করে নিয়েছো সবার হৃদয়,
বুক ফুলিয়ে বলতে পারি
তুমি আমার সামনে চলার নিরাপদ আশ্রয়।

মেধা ও মননশীলে জ্ঞানী গুণী তুমি
সোনালী সমৃদ্ধি হোক আগামী পথচলা,
কিছু তো নেই আমার তোমাতে দেওয়ার
শুকনো পাতার আকুতি যেন ভালোবাসি বলা।

সবার হৃদয়ে , এমন ভালোবাসার ফুল হয়ে
বেঁচে থাকো ধরায়  অনন্তকাল ।
দিবা লোকের আলোয় এই দীপ উজ্জ্বল
যেমন, আমি নৌকা তুমি পাল।