আজ শুভক্ষণে শুভ লগ্নে
এসেছিলে ভবে জড়িয়ে মায়ের কোলে,
শত ব্যথা হৃদে জমায়িত
ভুলেছিলো মা এক নিমিষেই
তোমার মুখটি দেখে।
সেই দিনের সেই ফুটফুটে মুখ
আদরে ভরা ছোট্ট গাল,
আজো স্বপ্নে বিভোর হয়ে মা
বুকে আগলিয়ে রাখে চিরকাল।
আজ ত্রিশ বছর পর
বদলালো পৃথিবী, চাকচিক্য ভরা শহর
এলো সুসময়ের বন্ধু, দুঃখ কষ্ট সুখ
বদলালো না মায়ের সেই চাহুনির আদর।
আজ তুমি শিক্ষক,
অনেক ঘাত আঘাত পেরিয়ে
তুমি মানুষ গড়ার কারিগর,
পেরিয়ে সকল উজান ভাটি ,
হয়েছ তুমি মানুষ খাঁটি , করেছো নির্ভর।
সততা তোমার কথা দিয়ে কথা রাখা
ভালোবাসি তোমাকে সদাই
তোমার কাছে ঋণ,
হাজার বছর বেঁচে থেকো
পৃথিবীর মানুষের মনে
শুভ কামনা জানাই বন্ধু আজ তোমার জন্মদিন।