আর কতদিন সইবো বলো, এমন আঘাত;
তিলে তিলে পুড়ে যায় শুষ্ক হৃদয়
বেদনার বালুচরে সব বিষাদময়
কবে প্রভু আসবে বল, সোনালী প্রভাত।
দুঃখের পরে যদি সুখ ফিরে আসে
আমার ভুবন কেন ভিন্ন,
শান্তির খোঁজে জীবন বিলিয়ে দিলাম
করেছি কি পাপ, এখন শুন্য।
জীবন যদি হয় নরকের দ্বার,
মনুষ্য জন্ম বিধি দিওনা আবার,
উল্টো পথে বায়ু যত যাক বয়ে যাক।।
মাগো তুমি কেমন আছো
আজ জানতে ইচ্ছে হয়!
সন্তানের লাগি কাঁদে কি, তোমার হৃদয়?
স্বর্গে তুমি সুখে থাকো মা
করোনা অনুতাপ,
জঞ্জাল আসবে যাবে
তাঁরা, থাক পড়ে থাক।
একদিন হবেই হবে সত্যের জয়,
মুখবুঝে শয়েছি তাই শত পরাজয়,
হয়তো উঠবে নতুন রবি,কাটলে আঁধার রাত।