ধর্মকে পুঁজি করে হানাহানি
আবার গুজবে দিচ্ছে কান,
নিরীহ মা ছেলেধরা হয়ে
রাজপথে হলো বলিদান।
কোনো ধৰ্ম শিক্ষা দেয়নি
করতে অন্যায় অত্যাচার,
মনগড়া কিছু কথা সাজিয়ে
পৃথিবীটা ছারখার।
ধৰ্ম মানে স্বশিক্ষিত হয়ে
মানব কল্যানে কাজ,
পৃথিবী ভ্রষ্ট, মানুষের কষ্ট
কেন পৃথিবীর মাঝ?
ধর্ম মানে নিয়ম নীতিতে চলা
সৃষ্টিকর্তাকে কর ভয়,
মানুষের মাঝেই স্বর্গ নরক
জানিও নিশ্চয়।
স্বাধীন দেশে কেন গণপিটুনিতে খুন
এ কেমন বর্বরতা,
মানুষ নাকি আধুনিক যুগে
তাহলে কেন এই নিষ্ঠুরতা?
রক্ষক কেন ভক্ষক রুপি
কেন এমন দিনকাল?
মনুষ্যত্ব আজি ধূলাতে বিলীন
দুর্নীতি হালচাল।
ধার্মিক হও কঠোরতা নও
মানুষ হতে হবে আগে,
মানুষরূপী হয়ে অসামাজিক কাজ কেন
মনে প্রশ্ন জাগে।
একটা কথা সুধালো দীপ
মানুষ নয় বাজারের সস্তা পণ্য,
ভূপেন হাজারিকার মতো বলো সবে এবার
মানুষ মানুষের জন্য।
কবিতার নাম করন Debu Bhowmik