তুমি জাতির পিতা, তুমি বঙ্গবন্ধু
তুমি বাংলাদেশের জন্মদাতা,
পরাধীন একটি দেশকে শত্রুমুক্ত করতে
পাঠিয়েছেন তোমায় ওই বিধাতা।

তুমি দিয়েছো অনেক,
                     মানিকে দিয়েছো মান
অসহায়কে বুকে নিয়ে
                      ভরিয়েছো প্রাণ।
তুমি বাংলার খোকা,
                       বাঙালির আশা,
সাত কোটি বাঙালির
                       হৃদে জড়ানো ভালোবাসা।
নিঃশ্বাসে বিশ্বাসে তুমিই ছিলে
                       একমাত্র নেতা
গর্জে উঠেছিল বাঙালি তোমার শক্তিতে,
                         তুমি ছিলে ত্রাতা।
কোটি বাঙালি এক হয়েছিল
                         তোমার একটি ডাকে
যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো সবে,
                         স্বাধীন করতে দেশ মাকে।
নয় মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধে
                        স্বাধীন হলো এই দেশ
লাল সবুজ পতাকার রূপকার তুমি,
                        তোমার অবদান হবে না নিঃশেষ।

কিন্তু,
আমরাই নির্লজ্জ জাতি,
নিজ হাতে তোমার খুন করে
নিভিয়ে দিয়েছে প্রদীপ বাতি।
রক্তে রঞ্জিত নিথর দেহ তোমার
পড়ে রইল মেঝের মাঝে,
স্বপরিবারে তারা করিল খুন
তোমারই হাতে গড়া স্বাধীন বাংলাদেশে।

দেরী হলেও সত্য কোনোদিন
থাকেনা চাপা পড়ে ,
বাংলার মাটিতেই বিচার হলো বেঈমানদের
কিছুটা স্বস্তির নিঃশ্বাস মুক্তিযোদ্ধাদের মনের কোণে।
জানি কোনো কিছুতেই শোধ হবেনা
তোমার প্রেমের ঋণ,
তোমার কৃতিত্ব তোমার মহত্ত্ব থাকবে
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আছে যতদিন।