বন্ধু তুমি নিঃশ্বাসে
প্রাণের মাঝে বিশ্বাসে
বন্ধু তুমি মনাকাশে
উড়ে বেড়াও প্রশ্বাসে ।
বন্ধু তুমি কষ্টে থাকো
আমায় রাখো যত্নে ,
সুখের সময় হারিয়ে থাকো
দুঃখে রাখো বক্ষে ।
বন্ধু তুমি ক্ষুধার্ত থাক
আমায় রাখো পূর্ণ ,
ছায়ার মতোই পাশেই থাকো
হলে রোগব্যাধী জরাজীর্ণ ।
বন্ধু তুমি শান্ত থেকে
বিপদ থেকে রাখো মুক্ত,
তোমায় অনেক ভালোবাসি
এই ধরাতে নিত্য।