পৃথিবীতে জন্ম নেওয়ার পরেই আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হই,
আবার যখন পৃথিবী ছেড়ে চলে যাই তখন আবার কেউ কারো নই।
মাঝখানের এই সময়টা অজানা রহস্য উন্মোচন করে ভালোবাসায় বা ঝড়গায় মেতে রই।

কিছুটা সময়ের জন্য আমরা পেয়ে যাই তথা কথিত মা বাবা স্ত্রী সন্তানের দায়িত্ব,
মায়া আমাদের বন্ধি করে নেয় তখনই আমরা ভুলে যাই যে এই দায়িত্বের নেই স্থায়িত্ব।

আমরা জড়িয়ে পড়ি জড় জগতের বিভিন্ন বিষয় ভোগে,
কেড়ে নি অপরের ধন সম্পদ,
আবার কখনো প্রেমিক প্রেমিকার সংস্পর্শে এসে দেহভোগ করি বা আত্মহত্যা করে বাড়াই বিপদ।

আবার কখনো  আপনজনের বিয়োগে অঝোর ধারায় কাঁদতে থাকি,
আবার কখনো নতুন কারো আগমনে উৎসবে মেতে থাকি।

জীবনের সবচেয়ে বেশি ও মূল্যবান সময় পার করি সংসারের হাল ধরতে ও অর্থ উপার্জনে,
এর জন্যই নতুন নতুন সম্পর্কে জড়িয়ে পড়ি, কখনো সুহৃদের সাথে দেখা বা কষ্ট পাই মনে।

বাঁচতে হলে আমাদের এই সব ক্ষণস্থায়ী সম্পর্কের কথা চিন্তা ও দায়িত্ব নিতে হবে,
তাই বলে কি আত্মার সম্পর্ক বাদ দিয়ে? না, আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য জানতে হবে ।

আমাদের সবাইকে নিজ নিজ ধর্ম পালন ও স্রষ্টার শরণাপন্ন হতে হবে,
স্রষ্টার সাথে সখ্যতা স্থাপন করে প্রেমের অন্তরালে আবদ্ধ হবে।

এটাই পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধন, এটাই যে একমাত্র সম্বল।
তাই ভজ স্রষ্টা, জপ স্রষ্টা , করো নাম, দিয়ে চোখের জল।