চারটি বছর ঘুরে আবার এসেছে
বিশ্ব কাপের মঞ্চ,
নতুন উদ্দীপনায় ব্যাটে বলে শুরু
শহর গ্রামগঞ্জ।
পৃথিবী সেজেছে নতুন সাজে আজ
আলোচনার ঝড়,
বাংলাদেশ বলে গলা ফাটায় প্রেমী
ক্রিকেটের জমকালো আসর।
সবচেয়ে অভিজ্ঞ দল আছে মোদের
হাসিলে যাদের ব্যাট,
কোনো দলই পার পাবেনা
হোকনা যে কোন ফরম্যাট।
বিশ্ব সেরা তামিম ইকবাল
রানের বন্যায় যাহার বাস,
সাথে আছে সৌম্য সরকার
ক্লাসিক্যাল লিটন দাস।
ব্যাটে বলে সমান দক্ষ
বিশ্বে যাহার মান,
বিশ্ব সেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান।
মিস্টার ডিপেন্ডেবল খ্যাত
মুশফিকুর রহিম,
মাহামুদুল্লার ব্যাটিং পাওয়ারে
প্রতিপক্ষের মাথায় ধরে ঝিম।
মিথুন আছেন মিডেল ওর্ডারে
সাথে সৈকত, সাব্বির রহমান।
লাল সবুজের পতাকা হাতে
বিশ্বে উজ্জ্বল বাংলার সন্মান।
মেহেদী মিরাজের গুর্নি জাদু
দুর্দান্ত ব্যাটের মার
সাইফুদ্দিন গতির সাথে
মারে ছক্কা চার।
কাটার মাস্টার মুস্তাফিজের
স্লোয়ারে সবাই কাত,
বাঁধ ভেঙ্গে দাও রুবেল হ্যাপি
গতিতেই কুপোকাত।
রাহিকে কাঁধে নিয়ে বস
দিবে ব্যাটসম্যানের ফাঁসি,
বিশ্বসেরা সমাদৃত ক্যাপ্টেন
নড়াইল এক্সপ্রেস মাশরাফি।
ধর্ম বর্ণ নির্বিশেষে করি
মোরা এই আশীর্বাদ,
বয়ে আনো মান ,দেশের সন্মান
পূরণ করো বাঙালির স্বপ্ন সাধ।