বাস্তবতার অন্তরালে সারবস্তু আবিষ্কার
বিশ্বাস নষ্ট হয়ে গেলেই দেখবে অন্ধকার।
এই দুনিয়ায় মাঝে কর, যতই ভালো কাজ
স্বার্থে আঘাত লাগলে পাশে, দাঁড়ায় না সমাজ।
এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ,সে ও শত্রুতার স্বীকার
জীবন যৌবন করেও যদি ,জনস্বার্থে পার।
ভালো মানুষের মুখোশপরে, করে অন্যায়ের সাথে সন্ধি,
তাঁরাই সমাজের জ্ঞানী গুণী ,বোকা বাক্সে মোরা বন্ধি।
হিংসা বিদ্বেষ অসদুপায়ে রোজগার, নিত্য যাঁদের সঙ্গী,
তাঁরাই আজি সুখে শান্তিতে আছে,করে অঙ্গী ভঙ্গী।
বিশ্বাস করে আগলে রাখবেন যাকে,সেই দিবে সুঁচের ফাল,
জীবনের সর্বস্ব দিয়ে, নিজের করেছেন আকাল।
মানুষকে বিশ্বাস করতে , বিশস্থ হাতে বিশ্বাস করুন স্থাপন
তাতেই মঙ্গল তাতেই লাভ,তাতেই ভদ্রতা জ্ঞাপন।