আমার দুঃখের কথা কারে কই,
যার জন্যে জীবন দিলাম!
সে বানাইলো মোরে বাঁকা পথের মই।।
ওগো সই লো সই;
অন্তর আত্মা কাইন্দা মরে, কেমনে ঘরে রই।।
যার জন্য করলাম চুরি
সে কয় এখন চোর,
মাথার উপর বরই ধুইয়া
কাটাইলো কত ভোর।
আমি এখন ঝরা পাতা,
বন্ধ সকল হিসাবের খাতা;
শত্রু তাঁহার আপন হইলো
আমি পঁচা দই।।
পুরান কথা পড়লে মনে
ব্যথা লাগে মনে,
সাধের পিরিত ভাঙ্গলি রে তুই
ক্ষনিকের সুখের তরে।
কিছু কিছু ভুলের মাশুল
ফুল নয়রে কাঁটারই সূল
স্বর্গ সুখে আছিস মেতে
আমায় ভুলে রই।