হাঁড় কাঁপানো শীতের মাঝে
কুয়াশা জড়ানো সকাল সাঁঝে,
ফুটপাতে বা রেললাইনের ধারে
                  করছে যারা বাস।
তাঁদের দুঃখ কে বুঝে
সবাই নিজের স্বার্থ খুঁজে,
অসৎ উপায়ের টাকা দিয়ে
                উঁচু তলায় করছে অভিলাষ।

বস্তির ঐ নোংরা ছেলে
জানে না তাঁর মা বাবা কে,
দু‍‍‌‍ই বেলা ভাত খাবে বলে
                 ধরছে কালো হাত।
ভদ্র সমাজ গালি ঝাড়ি
ঐ ছেলেকে জারজ বলি,
পাপীকে ঘৃনা না করে খেলি
                   পাপের সাথে সাজ।

ঐ বাড়ির ঐ কাজের মাসি
কাজ করে যায় বারো মাসই,
মনিব শিশুর মাঝে খুঁজে পায়
                    আপন শিশুর দুঃখ সুখের মুখ।
দামি পুরোনো ভাঙা খেলনা
ছুঁড়ে ফেলা বাসী খাবার টুকরা,
আপন শিশুর মুখে তুলে দিয়ে
                      পায় যে অনেক সুখ।

দুঃখ যাদের নিত্য সঙ্গী
করছো অনেক অঙ্গী ভঙ্গি,
মদ, গাঁজা আর আত্মহত্যায়
                  নিজের জীবন শেষ।
তাঁদের চেয়ে সুখি তুমি
ধন্য তোমার মা জননী,
হিংসা বিবেধ দূরে রেখে
                  থাকো অনেক বেশ।

কবিতার নাম করন Sharmin Rakhi Chowdhury


ব্যবধান
দীপক চক্রবর্তী দীপ

হাঁড় কাঁপানো শীতের মাঝে
কুয়াশা জড়ানো সকাল সাঁঝে,
ফুটপাতে বা রেললাইনের ধারে
                  করছে যারা বাস।
তাঁদের দুঃখ কে বুঝে
সবাই নিজের স্বার্থ খুঁজে,
অসৎ উপায়ের টাকা দিয়ে
                উঁচু তলায় করছে অভিলাষ।

বস্তির ঐ নোংরা ছেলে
জানে না তাঁর মা বাবা কে,
দু‍‍‌‍ই বেলা ভাত খাবে বলে
                 ধরছে কালো হাত।
ভদ্র সমাজ গালি ঝাড়ি
ঐ ছেলেকে জারজ বলি,
পাপীকে ঘৃনা না করে খেলি
                   পাপের সাথে সাজ।

ঐ বাড়ির ঐ কাজের মাসি
কাজ করে যায় বারো মাসই,
মনিব শিশুর মাঝে খুঁজে পায়
                    আপন শিশুর দুঃখ সুখের মুখ।
দামি পুরোনো ভাঙা খেলনা
ছুঁড়ে ফেলা বাসী খাবার টুকরা,
আপন শিশুর মুখে তুলে দিয়ে
                      পায় যে অনেক সুখ।

দুঃখ যাদের নিত্য সঙ্গী
করছো অনেক অঙ্গী ভঙ্গি,
মদ, গাঁজা আর আত্মহত্যায়
                  নিজের জীবন শেষ।
তাঁদের চেয়ে সুখি তুমি
ধন্য তোমার মা জননী,
হিংসা বিবেধ দূরে রেখে
                  থাকো অনেক বেশ।

কবিতার নাম করন Sharmin Rakhi Chowdhury