আমি বাড়ি আছি
তুমিও বাড়ি থেকো,
বাবা মায়ের পাশে থেকে
সবাইকে ভালো রেখো।
জয় হবেই আমাদের
হাসবো বিজয়ের হাসি,
ঘরের ভিতর থাকবো মোরা
দেশকে ভালবাসি,
এই বাংলা থেকে অনেক পেয়েছো
ভুলে যেও নাকো।
কামান, গোলা, বারুদ, রক্তে
যুদ্ধে পেলাম দেশ,
ঘরের ভিতর থাকাই যুদ্ধ
কেউ করো না বিদ্বেষ।
শহীদ , গাজী, মিত্রবাহিনীর অবদান
শুধুই মনে রেখো।
হবেনা কেউ আতঙ্কিত
সচেতনতাই হবে জয়,
প্রিয় জনের পাশে থেকো
বাড়ির বাহিরে নয়।
সাবান দিয়ে হাত ধুবে বারে বার
সবাইকে বলে দিও।