বাড়িতে থাকুন দেশবাসী
বাড়িই নিরাপদ স্থান,
বাহিরে আছে অদৃশ্য শত্রু
বাঁচাও সকলের প্রাণ।
একজনে হয় পাঁচশ জনের ক্ষতি
দুইজনে গড়ায় হাজারে,
হাজার থেকে যখন লক্ষকোটি গড়াবে
কি করবে তুমি ভাবরে ।
সরকার দিলো সাধারণ ছুটি
উৎসবে কেন মাতরে,
দেশকে মা ভেবে, সবার মঙ্গলে
ঘরের ভিতরে থাকরে।
প্রিয়জন যত আত্মীয় বন্ধুশত
যদি চাও তার ভালো,
ভিডিও অডিও কল দিও
সাক্ষাত লক করে জেলে দিও আলো।
আপন গৃহ উপাসনালয় ভেবে
করে যাও প্রভুর ধ্যান,
তাতেই বাড়বে আধ্যাত্মিক শক্তি
ধর্মীয় অনুশাসনের জ্ঞান।
আশেপাশের যত গরিব দুঃখী মানুষ
করো সাধ্যমত দান,
যে দানে থাকবে নিঃস্বার্থ উপলব্ধি
ফটো সেশন নয়, ভরাও ক্ষুদার্থ প্রাণ।
ভালো থাকুক প্রিয় দেশ আপন মানুষ
পালন করে সরকারের সব রীতিনীতি,
সৃষ্টিকর্তা সহায় থাকুন, প্রশান্তির ছোঁয়া দাও গো প্রভু
দিওনা করোনার ভীতি।