যে ভাষাতে কথা বলি
যে ভাষাতে চলি,
যে ভাষাতে লিখন লিখি
মনের মতো করি।
যে ভাষাতে গান গেয়ে যাই
নদীর পাড়ের ছায়ায়,
যে ভাষাতে ভালোবাসা পাই
মায়ের কোলে মায়ায়।
যে ভাষাতে শুনলে বাণী
মন যে ভরে যায়,
মনানন্দে নৌকার মাঝি
ভাটিয়ালি গায়।
যে ভাষাতে অবুঝ শিশু
মনের কথা কয়,
সাত সমুদ্র তের নদী পাড়ে ও মন
বাংলায় পরে রয়।
যে ভাষাতে চিৎকার করি
যে ভাষাতে কাঁদি,
যে ভাষাতে সাক্ষ্য দেয়
সাধু বা অপরাধী।
সেই ভাষারই জন্যে বাঙালী
করলো জীবন বাজি,
রফিক,শফিক,বরকত শহীদ হল
আরো নাম না জানা গাজী।
তাঁদের আত্মত্যাগেই বিশ্ব স্মরণ করে
বাংলাভাষার মান,
ফুলে ফুলে ভরা শহীদ মিনারে গাই
ফেব্রুয়ারির গান।
হাজার বছর পরেও বিশ্ববাসী
তাঁদের করে যাবে সন্মান,
আমি গর্বিত, আমি উজ্জীবিত
আমিও বাংলা মায়ের সন্তান।