সুজলা সুফলা এই বাংলাদেশে
পতাকা উড়ে সবুজ লাল,
আদর স্নেহ ভালোবাসা,
মায়ের কোলে শিশুর হাসা
মাঝি গায় ভাটিয়ালি, তুলে নৌকার পাল।

এই বাংলায় শত শহীদ গাজী
রাখলো বাজি দেশের তরে,
কেউ যুদ্ধে জীবন দিলো
কেউ ফিরলো আপন নীড়ে।

কেউ পাড়ি দিলো মহাশূন্যে
কেউ গেল অচিনপুর,
কেউ করলো এভারেস্ট জয়
কেউ পাড়ি দিল সাতসমুদ্দুর।

বাংলার কোটি কৃষক চাষা
শ্রম দিয়ে যায় বারোমাসি,
বাংলা মায়ের চরণ তলে
বারে বারে ফিরে আসি।

কামার কুমোর কৃষক মুচি
সবার গলায় গলায় ভাব,
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান
সুখে দুঃখে ভালোবাসার অপরূপ স্বভাব।

এই দেশেরই পাহাড় গিরি বন
নদী নালা উর্বর মাটি,
গিনি সোনার চেয়েও খাঁটি।
মাটি যেন শীতল পাটি।